Saturday, May 28, 2022

আঙুলের ঘঠন দেখে মানুষ চেনার উপায়

 মানুষের চারত্রিক বৈশিষ্ট নিয়ে নানান পরিক্ষা করা হয় যার দ্বারা তার ব্যবহারিক বৈশিষ্ট দেখে চারিত্রিক বৈশিষ্ট্য বলা যায়। এই পরিক্ষায় মানুষের আঙ্গুলের(finger) গঠন দেখে চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যবহার তুলে ধরলাম।

 আমাদের আঙুলের আলাদা আলাদা নাম আছে ১. বৃদ্ধাঙ্গুলি ২.তর্জনি ৩.মধ্যমা  ৪. কনিষ্টা



চলুক জেনে নেওয়া যাক সবার চারিত্রিক বৈশিষ্ট্য 


১ . অনামিকা মধ্য আঙুলের(finger) থেকে বড় যাদের তারা ভিষন উৎফুল্ল সবার সাথে মিশতে ভালোবাসে, তারা সামান্য রাগী হয় দ্রুত ঝুকি নিয়ে থাকে।এবং তারা খুব দ্রুত অর্থ উপরর্জন করে,


২. অনামিকা তর্জনি সমান যাদের এরা ভালো মধ্যস্তকারি হয় খুবই বিনয়ী এবং সবাই কে ভালোবাসে, সবকাজে সমান ভারসাম্য বজায় রাখে। উজ্বল ভবিষ্যত লক্ষ করা যায়, যে কোনো ঝগড়া কিম্বা অশান্তি পছন্দ নয়,  খুবই সরল স্বভাবের অধিকারী হয়, 


৩.  তর্জনি(index finger) অনামিকার থেকে বড় : নিজেদের  কাজ সবথেকে বেশি আত্মবিশ্বাসের সাথে করে অত্যন্ত শান্তিপ্রিয় হয় এই ধরনের মানুষ, নিজেদের কাজ করার সময় কোনো ধরনের Disturbing একদম পছন্দ করেন না। নিজের কাজে সবসময় খুশি থাকেন, তবে কখনো কখনো তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে বসে।


৪.  অনামিকা(ring finger) তর্জনির থেকে বড় যাদের এই ধরনের মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ প্রবল ভিষণ সতেজ ও সবল প্রকৃতির মানুষ, ভাগ্য নয় বরং কর্মের উপর বিশ্বাস করেন, সেই জন্য জীবনের লক্ষ্য অর্জন করাই এদের একমাত্র লক্ষ,  ব্যক্তিগত দিক দিয়ে ভিষণ দয়ালু প্রকৃতির হয়,

GAYATRI MANTRA Lyrics Hindi

  ॐ भूर्भुवः स्व: तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥ ॐ भूर्भुवः स्व: तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो ...